Header Ads

ত্রিপুরায় আত্মসমর্পণ ৮৮ এনএলএফটি জঙ্গির

নয়া ঠাহর প্রতিবেদন : ত্রিপুরার দুধর্ষ জঙ্গি গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরার ( এনএলএফটি ) মোট ৮৮ ক্যাডার তাদের নেতা সবির দেববর্মার নেতৃত্বে মঙ্গলবার আত্মসমর্পণ করল মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও উপমুখ্যমন্ত্রী জিষনু দেববর্মার উপস্থিতিতে। আত্মসমর্পণ অনুষ্ঠান হয় ত্রিপুরার ধলাই জেলার আমবাসাতে।
গত রবিবার তৃপক্ষীয় চুক্তি হয় কেন্দ্র, রাজ্য সরকার ও জঙ্গি গোষ্ঠীর মধ্যে । চুক্তি অনুযায়ী হিংসা ছেড়ে স্বাভাবিক জনজীবনে ফিরবে জঙ্গিরা ও ভারতের সংবিধান মেনে চলবে।আত্মসমর্পণ অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, আত্মসমর্পণকারীদের দেওয়া প্রতিশ্রুতি পালন করবে সরকার। রাজ্যের উপজাতিদের উন্নয়নে বদ্ধপরিকর তাঁর সরকার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.