Header Ads

গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আক্রান্ত লোকদের খবর নিল এআইইউডিএফ


নয়া ঠাহর প্রতিবেদন। এআইইউডিএফ বিধায়নী দলের সভাপতি তথা প্রশাসনিক সাধারণ সম্পাদক হাফিজ রশিদ আহমেদের নেতৃত্বে দলের বিধায়ক আমিনুল ইসলাম ,সাধারণ সম্পাদক আইনজীবী আমিনুল ইসলাম ছাত্র মোর্চার  সভাপতি জহিরুল ইসলাম গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন হয়ে থাকা এনআরসি শুনানির জন্য উজনী আসামের বিভিন্ন স্থান যেমন বকো, ছয়গাঁও ইত্যাদি এলাকা থেকে যেতে গিয়ে যারা বাস দুর্ঘটনার শিকার হয়েছিলেন তাদের খোঁজখবর নেওয়ার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতাল গিয়ে আহত লোকদের সাথে সাক্ষাৎ করে তাদের আশু আরোগ্য কামনা করেন। এ বিষয়ে তারা একটি স্মারক পত্র  মুখ্যমন্ত্রীকে প্রেরণ করে ।দলের সভাপতি মৌলানা বদরুদ্দিন আজমল এই দুর্ঘটনা সবাইকে ৫ লাখ টাকা গুরুতর ভাবে আহত লোকদের ১ লাখ টাকা এবং কম পরিমাণে আহত লোকদের ৫০ হাজার টাকা প্রদান করার জন্য সরকারকে দাবি জানান। উল্লেখ্য যে কিছুদিন পূর্বে কামরূপ জেলার কিছু লোক আকস্মাৎ এনারসির নোটিশ পেয়ে  এনআরসি শুনানির জন্য গভীর রাতে বসে যাবার সময় খানাপারা ,সোনাপুর,  ছয়গাঁও আদি এলাকায় পৃথক -পৃথক দুর্ঘটনায় পড়ে ৫ জনের মৃত্যুর সাথে ২৬ জন লোক গুরুতরভাবে আহত হন ।বর্তমানে তাঁরা গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হয়ে আছে। কিন্তু বন্যা আক্রান্ত দরিদ্র লোকরা আর্থিক অভাবের জন্য ওষুধ ও চিকিৎসার খরচ বহন করতে অসমর্থ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.