Header Ads

কলকাতা চলচ্চিত্ৰ উৎসবের নতুন চেয়ারম্যান পরিচালক রাজ চক্ৰবৰ্তী

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ অভিনেতা প্ৰসেনজিৎ চট্টোপাধ্যায়কে সরিয়ে পরিচালক রাজ চক্ৰবৰ্তীকে কলকাতা চলচ্চিত্ৰ উৎসবের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান করলেন মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্ৰবার বিকেল ৫ টা নাগাদ ২৫তম কলকাতা চলচ্চিত্ৰ উৎসবের অ্যাডভাইজারি কমিটি ঘোষণা করে নবান্ন। তবে চেয়ারম্যান পদ থেকে প্ৰসেনজিৎকে সরানো হলেও অ্যাডভাইজারি কমিটির সদস্য পদে এখনও তাঁকে রাখা হয়েছে। গোটা ঘটনার মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছেন টলিউডের অনেকেই। 
                                                                 ছবি, সৌঃ আন্তৰ্জাল

তবে এব্যাপারে প্ৰসেনজিৎ-এর বক্তব্য- বিজেপি-তৃণমূল সহ রাজনৈতিক শিবিরের অনেকের সঙ্গেই তাঁর ব্যক্তিগত পরিচয় রয়েছে। কারও সঙ্গে দেখা করা মানেই রাজনীতিতে যোগ দেওয়া নয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.