অপেক্ষা শেষ, সফলভাবে উৎক্ষেপণ হল চন্দ্ৰযান২
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ সফলভাবে উৎক্ষেপণ হল চন্দ্ৰযান ২। এখন শুধু চাঁদে পৌঁছনোর অপেক্ষা। সোমবার ঠিক ঘড়ির কাঁটায় ২ টো ৪৩ মিনিট। সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্ৰের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে জিএসএলভি মাৰ্ক ৩ রকেট ওরফে ‘বাহুবলী’তে চেপে রওনা দিল চন্দ্ৰযান২। প্ৰত্যেক ভারতীয়ের গৰ্বের দিন আজ।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
চন্দ্ৰযানের গতিপথের প্ৰত্যেক মুহূৰ্তের ওপর নজর রাখছেন বিজ্ঞানীরা। ইসরোর পাশাপাশি অন্তরীক্ষে চোখ রেখে অধীর অপেক্ষায় রয়েছে নাসা, ইসা (ইউরোপিয়ান স্পেস এজেন্সি অথবা অএসএ), জাক্সা( জাপান স্পেস এজেন্সি)র মতো বড় বড় মহাকাশ গবেষণা সংস্থাগুলি।
এর আগে ১৪ জুলাই রওনা দেওয়ার কথা ছিল। ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে থেমে গিয়েছিল কাউন্টডাউনের ঘড়ি। তার কারণ চন্দ্ৰযানের বাহক রকেট বাহুবলীতে গণ্ডগোল ধরা পড়েছিল সে সময়ই। ফলত সে যাত্ৰা ঠেকিয়ে দেওয়া হয়।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
চন্দ্ৰযানের গতিপথের প্ৰত্যেক মুহূৰ্তের ওপর নজর রাখছেন বিজ্ঞানীরা। ইসরোর পাশাপাশি অন্তরীক্ষে চোখ রেখে অধীর অপেক্ষায় রয়েছে নাসা, ইসা (ইউরোপিয়ান স্পেস এজেন্সি অথবা অএসএ), জাক্সা( জাপান স্পেস এজেন্সি)র মতো বড় বড় মহাকাশ গবেষণা সংস্থাগুলি।
এর আগে ১৪ জুলাই রওনা দেওয়ার কথা ছিল। ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে থেমে গিয়েছিল কাউন্টডাউনের ঘড়ি। তার কারণ চন্দ্ৰযানের বাহক রকেট বাহুবলীতে গণ্ডগোল ধরা পড়েছিল সে সময়ই। ফলত সে যাত্ৰা ঠেকিয়ে দেওয়া হয়।









কোন মন্তব্য নেই