নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ আর কিছুক্ষণের মধ্যেই শ্ৰীহরিকোটা থেকে চাঁদে পাড়ি দেবে চন্দ্ৰযান ২। রকেটে জ্বালানি ভরার কাজ শেষ জানাল ইসরো। ভারতীয় সময় ২ টো ৪৩ মিনিট নাগাদ চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে চন্দ্ৰযান ২। ছবি, সৌঃ আন্তর্জাল লঞ্চ প্যাড সাজিয়ে কাউন্টডাউন শুরু হয়ে গেছে রবিবার সন্ধ্যে থেকেই।
কোন মন্তব্য নেই