Header Ads

বদরপুরে স্বচ্ছ ভারতের অনুষ্ঠান

নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুরঃ গত ১৫ জুলাই থেকে ২০শে জুলাই বদরপুর এ ভারত যুব বিকাশ ক্লাব ও করিমগঞ্জের নেহেরু যুব কেন্দ্রের যৌথ উদ্যোগে স্বচ্ছ ভারতের গ্রীষ্মকালীন অধিবেশনে নানা অনুষ্ঠান আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে স্বচ্ছ ভারত গড়ার লক্ষ্যে বদরপুর সাব বিট ফরেস্ট অফিসের কর্মকর্তাদের তরফ থেকে ১০০ টি চারা গাছ ও বন্টন করা হয় বলে এক  বিশেষ সূত্রে প্রকাশ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাদত চৌধুরী,  মানিক সিনহা,আব্দুল কাইয়ুম সহ দুটি ক্লাবের অন্যান্য সদস্য ও সদস্যারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.