প্রবল বৃষ্টিতে মহারাষ্ট্ৰে মৃত ২৭, ব্যাহত ট্ৰেন, যানবাহন এবং বিমান পরিষেবা
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ টানা বৃষ্টিতে মুম্বইয়ে বিপৰ্যস্ত স্বাভাবিক জনজীবন। এখন পৰ্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মালাদ ইস্টে দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে ১৮ জনের। আহত হয়েছেন আরও অনেকে। পুনেতে দেওয়াল ভেঙে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৭ জন। মালাদে দেওয়াল ভেঙে ক্ষতিগ্ৰস্তদের পরিবার পরিজনকে মহারাষ্ট্ৰের মুখ্যমন্ত্ৰী ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন।
ছবি, সৌঃ এএনআই
এই পরিস্থিতির জন্য মহারাষ্ট্ৰ সরকার এদিন সৰ্বত্ৰ বনধ ঘোষণা করেছে। ট্ৰেন লাইনে জল জমে ব্যাহত হয়েছে ট্ৰেন চলাচল। ব্যাহত হয়েছে রাস্তায় যানবাহন চলাচল এবং বিমান পরিষেবাও। বাতিল হয়েছে ৫২টি বিমান পরিষেবা এছাড়াও প্ৰায় ৫৪টি ফ্লাইট অন্যত্ৰ সরিয়ে নেওয়া হয়েছে। ফলত দুৰ্ভোগে পড়তে হয়েছে যাত্ৰীদের।









কোন মন্তব্য নেই