বিশ্বকাপে টসে জিতে প্ৰথমে ব্যাটিং ভারতের, বাংলাদেশকে ৩১৫ রানের টাৰ্গেট বেঁধে দিল টিম ইন্ডিয়া
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ভারত ৯ উইকেট খুইয়ে ৩১৪ রান করেছে। টিম ইন্ডায়াকে এখন হারাতে হলে বাংলাদেশ টিমকে ৩১৫ রান করতে হবে। এদিন একের পর এক উইকেট হারিয়ে ভারতে রানের গতি কমিয়ে দিয়েছে বাংলাদেশের টিম।
৯০ বলে দু ঘন্টার মাথায় সেঞ্চুরি করেন রোহিত শৰ্মা। এদিন রোহিত আর লোকেশ রাহুলের ব্যাটে ভর করে ভালই শুরু করেছে ভারত। রোহিত আউট হলে ব্যাট হাতে মাঠে নামেন অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশের পেসাররা খুব বেশি জোরে বল করতে পারছেন না। সাকিব অল হাসান এসে রান কিছুটা বেঁধে রেখেছেন। রোহিতের ক্যাচ মিস করেছেন তামিম। ৭৭ রানে ফিরলেন রাহুল। মাঠে নামেন ঋষভ পন্ত। পৌঁনে ৬ টা পৰ্যন্ত ভারত ৩ উইকেট খুইয়ে ২৩৭ রান করতে সক্ষম হয়।
৯০ বলে দু ঘন্টার মাথায় সেঞ্চুরি করেন রোহিত শৰ্মা। এদিন রোহিত আর লোকেশ রাহুলের ব্যাটে ভর করে ভালই শুরু করেছে ভারত। রোহিত আউট হলে ব্যাট হাতে মাঠে নামেন অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশের পেসাররা খুব বেশি জোরে বল করতে পারছেন না। সাকিব অল হাসান এসে রান কিছুটা বেঁধে রেখেছেন। রোহিতের ক্যাচ মিস করেছেন তামিম। ৭৭ রানে ফিরলেন রাহুল। মাঠে নামেন ঋষভ পন্ত। পৌঁনে ৬ টা পৰ্যন্ত ভারত ৩ উইকেট খুইয়ে ২৩৭ রান করতে সক্ষম হয়।
ছবি, সৌঃ এএনআই
আইসিসি ওয়াৰ্ল্ড কাপে মঙ্গলবার টসে জিতে প্ৰথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বাৰ্মিংহামে টান টান উত্তেজনাপূৰ্ণ এই ম্যাচে প্ৰথমে ব্যাট করতে নেমেছেন কেএল রাহুল এবং রোহিত শৰ্মা।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
ভারতীয় দলে চোট সারিয়ে সুস্থ হয়ে এসেছেন ভুবনেশ্বর কুমার এবং কেদার যাদবের জায়গায় এসেছেন দীনেশ কাৰ্তিক।
বাংলাদেশ দলে দুটি বদল করা হয়েছে। মাহমুদউল্লাহ চোট থেকে সুস্থ না হয়ে ওঠায় তাঁর জায়গায় দলে আনা হয়েছে সাব্বির রহমানকে। মেহেদি হাসান মিরাজের জায়গায় খলছেন পেসার রুবেল হোসেন।
ভারত- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শৰ্মা, কেএল রাহুল, ঋষভ পন্ত, দীনেশ কাৰ্তিক, মহেন্দ্ৰ সিং ধোনি (উইকেট কিপার), হাৰ্দিক পান্ড্য, যজুবেন্দ্ৰ চাহল, জসপ্ৰিত বুমরাহ, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার।
বাংলাদেশ- মাশরফি মোৰ্তাজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, শাকিব আল হাসান, মুশফিকর রহিম (উইকেট কিপার), লিটন দাস, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মহম্মদ সইফুদ্দিন মুস্তাফিজুর, রহমান, রুবেল হুসেন।
বাংলাদেশ দলে দুটি বদল করা হয়েছে। মাহমুদউল্লাহ চোট থেকে সুস্থ না হয়ে ওঠায় তাঁর জায়গায় দলে আনা হয়েছে সাব্বির রহমানকে। মেহেদি হাসান মিরাজের জায়গায় খলছেন পেসার রুবেল হোসেন।
ভারত- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শৰ্মা, কেএল রাহুল, ঋষভ পন্ত, দীনেশ কাৰ্তিক, মহেন্দ্ৰ সিং ধোনি (উইকেট কিপার), হাৰ্দিক পান্ড্য, যজুবেন্দ্ৰ চাহল, জসপ্ৰিত বুমরাহ, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার।
বাংলাদেশ- মাশরফি মোৰ্তাজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, শাকিব আল হাসান, মুশফিকর রহিম (উইকেট কিপার), লিটন দাস, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মহম্মদ সইফুদ্দিন মুস্তাফিজুর, রহমান, রুবেল হুসেন।










কোন মন্তব্য নেই