নয়ন বন্ড মারা গেল পুলিশের গুলিতে
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
অবশেষে মঙ্গলবার ভোর চারটে নাগাদ বাংলাদেশের বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের পূর্ব বুড়িরচর গ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল কুখ্যাত অপরাধী নয়ন বন্ড ওরফে সাব্বির হোসেন নয়নের। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা পুলিশ সুপার মারুফ হোসেন ।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ বরগুনা ইউনিয়নের পুরাকাটায় অভিযান চালাতে গেলে নয়ন ও তার দলবল পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করলে পুলিশও পাল্টা জবাব দেয় । যার জেরে মারা পড়ে নয়ন। পুলিশ এলাকায় তল্লাশি চালিয়ে পরে নয়নের দেহ উদ্ধার করে ।
নয়নের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে ।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
গত সপ্তাহের বুধবার সকালে স্ত্রী আয়েশাকে কলেজ থেকে নিয়ে ফেরার পথে রিফাত শরীফের উপর রামদা দিয়ে হামলা চালিয়েছিল নয়ন ও তার দলবল। এর জেরে মারা যান রিফাত শরীফ। প্রকাশ্যে দিনের বেলায় এই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা বাংলাদেশে।










কোন মন্তব্য নেই