অসমের বন্যাপীড়িতদের মধ্যে ত্রাণ বিলি নিয়ে ব্যাপক দুর্নীতি স্বীকার দুই মন্ত্রীর, এনকেফেলাইটিস রোগে ১০০ মৃত্যুর পর স্বাস্থ্য বিভাগ বন্যাপীড়িত প্রতি জেলায় ২ লাখ সাহায্যের ঘোষণা
অমল গুপ্ত, গুয়াহাটিঃ
অসমের ৩১ জেলা বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল, ১২ দিন পরেও ১৮ টি জেলা বন্যার জলে কম বেশি ডুবে আছে। মৃত্যুর হার বেড়েই চলেছে, ৬৭ জনের মৃত্যু হয়েছে, জাপানিজ এনকেফেলাইটিস রোগে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। হাসপাতালগুলোতে ওষুধপত্র নেই , ডাক্তার নেই, বন্যার জল কমছে, আর জলবাহিত রোগ বাড়ছে, শদিয়া থেকে ধুবড়ি , বরাক উপত্যকার বন্যা দুর্গতদের মধ্যে চাল,ডাল, লবন, তেল শিশুখাদ্য বন্টন নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ সোমবার কার্যত স্বীকার করে নিলেন ভূমি রাজস্ব মন্ত্রী ভবেশ কলিতা। তিনি এদিন দুর্নীতি মেনে নিয়ে বলেন, উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে। অপরদিকে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী রিহন দৈমারী টিউবওয়েল বসানোর নামে ব্যাপক কেলেঙ্কারি স্বীকার করে নিয়ে এদিন বলেন, দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে।
অসমের ৩১ জেলা বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল, ১২ দিন পরেও ১৮ টি জেলা বন্যার জলে কম বেশি ডুবে আছে। মৃত্যুর হার বেড়েই চলেছে, ৬৭ জনের মৃত্যু হয়েছে, জাপানিজ এনকেফেলাইটিস রোগে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। হাসপাতালগুলোতে ওষুধপত্র নেই , ডাক্তার নেই, বন্যার জল কমছে, আর জলবাহিত রোগ বাড়ছে, শদিয়া থেকে ধুবড়ি , বরাক উপত্যকার বন্যা দুর্গতদের মধ্যে চাল,ডাল, লবন, তেল শিশুখাদ্য বন্টন নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ সোমবার কার্যত স্বীকার করে নিলেন ভূমি রাজস্ব মন্ত্রী ভবেশ কলিতা। তিনি এদিন দুর্নীতি মেনে নিয়ে বলেন, উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে। অপরদিকে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী রিহন দৈমারী টিউবওয়েল বসানোর নামে ব্যাপক কেলেঙ্কারি স্বীকার করে নিয়ে এদিন বলেন, দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে।
দুর্নীতির ক্ষেত্রে জিরো টোলারেন্স রক্ষার কথা বলা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের মন্ত্রিসভার দুই মন্ত্রী এদিন প্রকাশ্যে সরকারের দুর্নীতির কথা অকপটে স্বীকার করলেন। বিপদগ্রস্থ বানভাসি মানুষের ত্রাণ নিয়ে যারা দুর্নীতিতে লিপ্ত হয় তাদের শাস্তি দেওয়ার সৎসাহস বিজেপি সরকার দেখাতে পারবে কি? স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কড়া নির্দেশ উপেক্ষা করে ডাক্তাররা চিকিৎসা সেবা থেকে বিরত আছে, বন্যাদুর্গতদের মধ্যে হাহাকার অবস্থা ডেঙ্গু , এনকেফেলাইটিস, ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব রোধে সরকার কি করছে? একজন ডাক্তাতকেও শাস্তি দেওয়া হয়েছে কি? বন্যাদুর্গতদের এই প্রশ্নের মুখে পড়ে আজ স্বাস্থ্য প্রতি মন্ত্রী পীযুষ হাজারিকা ঘোষণা করলেন বন্যাদুর্গত প্রতি জেলায় জরুরি ওষুধ পত্র কেনার জন্যে ২ লাখ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন। মন্ত্রী পিযুষ এদিন বরপেটা জেলাতে দুটি হাসপাতালে সাডেন ভিজিট করে নানা গাফিলতি দেখতে পান। বন্যাত্রাণ এর দাবিতে ধুবড়ি নগাঁও সহ বিভিন্ন জেলাতে বানভাসীদের প্রতিবাদ আন্দোলন লক্ষ্য করা যায়। ব্রাহ্মপুত্র নদের ভয়াবহ ধসের বিরুদ্ধে যোরহাট জেলাতে এদিন প্রতিবাদ হয়। আজ সব থেকে ভালো খবর ছিল নিম্ন অসমের নগারবেড়ার বন্যাপীড়িত নগড়বেড়াতে বয়োজ্যেষ্ঠ্য নাগরিক নগেন দাস মারা যাওয়ায় তাঁর হিন্দুমতে শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করেন নিঃসন্তান নগেন দাসের ধর্মপুত্র সায়েদ আলী। ওই গ্রামে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল ছবি দেখা গেল।
বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সোমবার অসমের অন্যতম গুরুত্বপূর্ণ অভয়রণ্য পবিতরা অভয়ারণ্যের বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে যান। সেখানে ১০২ টি এক শৃঙ্গের গণ্ডার আছে। বন্যায় একটিও মরেনি, তার জন্য তিনি বনকর্মীদের ধন্যবাদ জানান।
বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সোমবার অসমের অন্যতম গুরুত্বপূর্ণ অভয়রণ্য পবিতরা অভয়ারণ্যের বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে যান। সেখানে ১০২ টি এক শৃঙ্গের গণ্ডার আছে। বন্যায় একটিও মরেনি, তার জন্য তিনি বনকর্মীদের ধন্যবাদ জানান।









কোন মন্তব্য নেই