Header Ads

বন্যা দুর্গতদের জন্য ত্রান সংগ্রহ বদরপুর কেশব ক্লাবের


নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়াঃ  আসামের ভয়াবহ বন্যা দুর্গতদের জন্য ত্রান সংগ্রহ করল বদরপুরের কেশব ক্লাব। রবিবার ক্লাবের সদস্যরা হাতে দানপাত্র নিয়ে বদরপুর বাজার সহ পার্শবর্তী এলাকা থেকে সংগ্রহ করে ত্রাণ তহবিল। তাদের আহ্বানে বদরপুরের ব্যবসায়ীসহ অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ক্লাবের সদস্যরা। তাদের এই অনুদান আসাম সরকারের রিলিফ ফাণ্ডে পাঠানো হবে বলে জানান তারা। এই দিনের ত্রাণ তহবিল সংগ্রহে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সুব্রত দাস সহ নির্মল দাস, শুভম মালাকার, বিশ্বজিৎ সাহু, সুব্রত দেব, দীপাঞ্জন পাল সহ অন্যরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.