Header Ads

যুব শক্তি এনজিওর গাছের চারা রোপণ কর্মসূচি

নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুরঃ "গাছ লাগাও, প্রাণ বাঁচাও" কথাটিকে মাথায় রেখে ও এক স্বচ্ছ ভারত এবং এক সুস্থ পরিবেশ গড়ার লক্ষ্যে রবিবার রেল শহর বদরপুরে যুব শক্তি এনজিওর ব্যবস্থাপনায় গাছের চারা রোপণ কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ডিআরএম রাম বাহাদুর রাই, এরিয়া ম্যানেজার এস উমেশ, সিএমআই সুরজিৎ ভৌমিক, বদরপুরের আরএসএস স্বপন রায় সহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। গাছের চারা রোপণ কর্মসূচি হয় বদরপুর রেলওয়ে স্টেশন এলাকায়। একশত গাছের চারা লাগানো হবে গোটা বদরপুর টাউনে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.