Header Ads

বারইগ্রামে ৪৯ তম রাধারমণ তিরোধান উৎসব

নয়া ঠাহর প্রতিবেদন,করিমগঞ্জ:  ৪ জুলাই বৃহস্পতিবার থে‌কে ক‌রিমগঞ্জ জেলার বা‌রৈগ্রাম আশ্রমে প্রভূপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী‌জিউর তি‌রোধান তি‌থি পাল‌নের জোর প্রস্তু‌তি নেওয়া হ‌য়ে‌ছে। এদিন রাতে সমবেত উপাসনা এবং হরিনাম যজ্ঞ সহ শুভ অধিবাসের ম‌ধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হ‌বে।পর‌দিন ৫ জুলাই শুক্রবার ভোর ৪ টে থেকে মঙ্গলআরতির মাধ্য‌মে শুরু হ‌বে হ‌রিনাম সংকীর্তনের।চলবে দিবারাত্র।

এতে নাম সুধা পরিবেশনে উপ‌স্থিত থাক‌বে ক‌রিমগঞ্জ থে‌কে গৌরগোপাল সম্প্রদায়,প্রাণগোবিন্দ সম্প্রদায় শিলচর,গৌরহরি সম্প্রদায় ধর্মনগর এবং মদনমোহন সম্প্রদায় করিমগঞ্জ।এ‌দিন সকালে  গুরুপূজা দুপুর বা‌রোটায় অঞ্জ‌লি প্রদান,একটায় মহাপ্রসাদ বিতরণ। ৬ জুলাই শনিবারের নির্ঘ‌ন্টে থাক‌ছে  সকাল ৬ টায় মহাপ্রভুর শ্রীবিগ্রহ নিয়ে নগর পরিক্রমা ও শে‌ষে হরিনাম যজ্ঞের মাধ্য‌মে দ‌ধিভান্ড ভঞ্জন ও মহান্ত বিদায়।এই উৎসবে সকল গুরু ভাতা ভক্তবৃন্দ‌দের স‌ক্রিয় সহ‌যো‌গিতা সহ উপ‌স্থি‌তি কামনা ক‌রে‌ছেন আশ্রম পরিচালন সমিতির সভাপতি ক্ষিতিশরঞ্জন পাল সম্পাদক তরুণ চৌধুরী ও কোষাধ্যক্ষ কৌশিক দেব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.