Header Ads

বাড়ছে গেরুয়া সংগঠনের প্রভাব ! এবার যোগ বুদ্ধদেবের বিরুদ্ধে লড়াই করা তৃণমূল প্রার্থীর !!



বিশ্বদেব চট্টোপাধ্যায়

বিজেপি নিয়ন্ত্রিত বঙ্গীয় চলচ্চিত্র পরিষদে যোগ দিলেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী তাঁকে, বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের বিশেষ পরামর্শদাতা নিযুক্ত করা হয়েছে। বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ মানুষের হাত ধরছে বলে মন্তব্য করেছেন বর্ষীয়ান এই অভিনেত্রী। দিন কয়েক আগেই এই সংগঠনে যোগ দিয়েছিলেন বামপন্থী ধারার অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়।
ছবি, সৌঃ ফেসবুক

এবার বিজেপি প্রভাবিত চলচ্চিত্র সংগঠন বঙ্গীয় চলচ্চিত্র পরিষদে বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। তিনি এই সংগঠনের বিশেষ পরামর্শদাতা হয়েছেন বলে জানা গিয়েছে।
প্রায় দুদশক আগে তৃণমূলের রাজনীতিতে যুক্ত হয়েছিলে মাধবী মুখোপাধ্যায়। ২০০১ সালের বিধানসভা নির্বাচনে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছিল তাঁকে। যদিও তিনি পরাজিত হয়েছিলেন সেই ভোটের লড়াইয়ে। পরবর্তী সময়ে তাঁকে আর সেরকম ভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি।
লোকসভা ভোটের পর থেকে রাজ্যে সংগঠন আরও দ্রুত গতিতে বিস্তারের কাজে নেমে পড়েছে বিজেপি। তাদের তরফে টালিউডের জন্য দুদুটি সংগঠন তৈরি করা হয়। বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ মুকুল রায়, শঙ্কুদেব পণ্ডাদের উদ্যোগে তৈরি। অন্যদিকে, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, অগ্নিমিত্রা পালদের উদ্যোগে তৈরি হয়েছে, ইআইএমপিসিসি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.