Header Ads

নিজের বেতনের অর্ধেক অসমের বন্যায় দান করলেন ধিং এক্সেপ্রস হিমা দাস, ২ কোটি অৰ্থ সাহায্য বলিউড অভিনেতা অক্ষয় কুমারের

নয়া ঠাহর ডেস্কঃ অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের বেতনের অর্ধেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন ধিং এক্সেপ্রস হিমা দাস। ট্যুইট করে হিমা, অন্যদের এগিয়ে আসতে আবেদন জানিয়েছেন ।

অসমের চলতি বন্যায় প্রায় ৫০ লক্ষ মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছেন । ৩০ টি জেলা বন্যার কবলে। মারা গেছেন ৩০ জন।

ছবি, সৌঃ জিপ্লাস
অন্যদিকে, অসমে বন্যার জন্য ২ কোটির অৰ্থ সাহায্য দিয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।  শুধু তাই নয়, অসমে বন্যাৰ্তদের পাশে দাঁড়ানোর জন্য সকলকে আহ্বান করেছেন অক্ষয়। 

ছবি, সৌঃ আন্তৰ্জাল
অভিনেত্ৰী তথা অসমের পৰ্যটন ক্ষেত্ৰের ব্ৰ্যান্ড অ্যাম্বাসেটর প্ৰিয়াঙ্কা চোপড়াও অসমে বন্যাৰ্তদের জন্য আৰ্থিক সাহায্যের জন্য সকলকে আহ্বান করেছেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.