সরকারি কর্মী সংগঠনে প্রভাব বাড়াচ্ছে গেরুয়া শিবির ! তৃণমূলকে শূন্য করে খাতা খুলল বিজেপি !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়
সরকারি কর্মী সংগঠনে যে বিজেপি প্রভাব বাড়ছে তা প্রমাণ হয়ে গিয়েছিল লোকসভা নির্বাচনের পোস্টাল ব্যালটে। এবার কর্মী সংগঠনের নির্বাচনেও পিছু হটছে তৃণমূল। হলদিয়া বন্দরে খাতা খোলার পর এবার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে তৃণমূলকে শূন্য করে তিনটি আসন দখল করল বিজেপি প্রভাবিত বিএমএস।
ছবি, সৌঃ ফেসবুক
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মী ও আধিকারিকরা যুক্ত রয়েছেন রিক্রিয়েশন ক্লাবে। সেই ক্লাবেরই ১৮ টি আসন রয়েছে। এবছরের নির্বাচনে সিপিএম প্রভাবিত কর্মী সংগঠন ১৫ আসন পায়। অন্যদিকে বিজেপি প্রভাবিত কর্মী সংগঠন পায় ৩ টি আসন। গতবছর তৃণমূল একটি আসন পেলেও এবার খাতা খুলতেই ব্যর্থ হয়েছে।
জুন মাসে হলদিয়ায় ডক ইনস্টিটিউটে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে শাসকদলের আধিপত্য বজায় থাকলেও সেখানে খাতা খুলতে সমর্থ হয়েছিল বিএমএস। ১৮ টি আসনের মধ্যে তৃণমূল নটি পেলেও, বাকি বিরোধীরা পেয়েছিল নটি। যার মধ্যে সিটু পেয়েছিল আটটি আর বিএমএস পেয়েছিল একটি।
জেলার রাজনৈতিক মহলের একাংশ বলছেন কাটমানি নিয়ে চারিদিকে তৃণমূলের বিরুদ্ধে যে বিক্ষোভ হচ্ছে, তার প্রভাব পড়ছে শ্রমিক সংগঠনের নির্বাচনে। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভেই হচ্ছে বিজেপির উত্থান। তবে মহার্ঘ্য ভাতা না বাড়া কিংবা বেতন কমিশন কার্যকর না হওয়াও যে কর্মী সংগঠনের ভোটে প্রভাব ফেলছে তা কার্যত স্বীকার করে নিয়েছেন তৃণমূল কর্মী সংগঠনের নেতারাও।









কোন মন্তব্য নেই