কাশ্মীর সমস্যায় মোদি কখনও মাৰ্কিন যুক্তরাষ্ট্ৰের সাহায্য চাননি, সাফ জানিয়ে দিল বিদেশমন্ত্ৰক
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ কাশ্মীর সমস্যা সমাধানে আমেরিকার মধ্যস্থতার আৰ্জি জানিয়েছিলেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি। ট্ৰাম্পের এই দাবিকে খারিজ করল দিল্লি। রাজ্যসভায় বিদেশমন্ত্ৰী জয়শঙ্কর বলেন এই দাবি সত্যি নয়। বিদেশমন্ত্ৰকের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, এ ধরনের কোনও সাহায্য মোদি কখনওই চাননি। বিদেশমন্ত্ৰী এস জয়শঙ্কর প্ৰথমে রাজসভা এবং পরে লোকসভায় বিষয়টি নিয়ে বিবৃতি পেশ করেন।
ছবি, সৌঃ এএনআই
এদিকে কাশ্মীর প্ৰসঙ্গে ট্ৰাম্পের মধ্যস্থতা অস্বিকার করে ভারত নিজের স্থিতি স্পষ্ট করতেই ড্যামেজ কন্ট্ৰোলে নামল মাৰ্কিন যুক্তরাষ্ট্ৰ। এক বিবৃতিতে তারা জানিয়েছে কাশ্মীর সমস্যা দ্বিপাক্ষিক দু দেশ আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নিয়ে স্বাগত জানাবে আমেরিকা।









কোন মন্তব্য নেই