Header Ads

সফল উৎক্ষেপণ চন্দ্ৰযান ২, এখন শুধু চাঁদে পৌঁছনোর অপেক্ষা

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ সোমবার দুপুর ২ টো ৪৩ মিনিটে চাঁদের উদ্দেশ্যে বিদ্যুতের বেগে ছুটে গেল চন্দ্ৰযান ২। ছেড়ে গেল কুণ্ডলী পাকানো ধোঁয়া। চন্দ্ৰযানের সফল উৎক্ষেপনে উল্লসিত ইসরোর বিজ্ঞানী, আধিকারিক থেকে শুরু করে কেন্দ্ৰীয় তথ্য- সম্প্ৰচার মন্ত্ৰকের কৰ্ণধার, সাংবাদিক সকলেই। ইসরো জানিয়েছে, জিএসএলভিমাৰ্ক থ্ৰি ওরফে বাহুবলী রকেট উৎক্ষেপণের পর ১৬ মিনিট ১৪ সেকেন্ডে চন্দ্ৰযান-২ কে সফলভাবে নিৰ্দিষ্ট কক্ষপথে পৌঁছে দিয়েছে।

চন্দ্ৰযান২ এর সফল উৎক্ষেপণে ইসরোর বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ। টুইটে তিনি বলেন- এই সময়টা সকল ভারতীয়ের জন্য গৰ্বের। নয়াদিল্লিতে নিজের অফিস থেকে টুইট করে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি ইসরোকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।  

রোববার সন্ধ্যা থেকে শুরু হয়েছিল চন্দ্ৰযান২ উৎক্ষেপণের কাউন্টডাউন। সময়মতো জ্বালানি ভরার কাজও শেষ হয়েছিল। এই অভিযানের খরচ ৯৭৮ কোটি টাকা। পৃথিবী থেকে গড় দূরত্ব গড়ে ৩ লাখ ৮৪ হাজার কিলোমিটার। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.