Header Ads

নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগ স্বচ্ছ ভারত অভিযান

নয়া ঠাহর প্রতিবেদন, হাইলাকান্দিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত, নির্মল ভারত তথা এক সুস্থ দূষণমুক্ত ভারত গড়ার স্বপ্নকে বাস্তব রূপ দিতে অন্যান্য জেলার সাথে হাইলাকান্দিতে ও এক বিরাট শোভাযাত্রা বের করলেন হাইলাকান্দির নেহেরু যুব কেন্দ্রের কর্মকর্তারা। শোভাযাত্রাটি ডিসি অফিসের কার্যালয় হয়ে পুরো শহর পরিক্রমা করে। মাইক যোগে প্রত্যেক শহরবাসীর কাছে আবেদন জানানো হল যেখানে সেখানে পলিব্যাগ তথা আবর্জনা না ফেলে এক নির্দিষ্ট জায়গায় ফেলতে এবং নিজেদের আশপাশের পরিবেশ  যেন দূষণমুক্ত রাখেন। তাছাড়া, পরিবেশ রক্ষার জন্য গাছ লাগিয়ে,  এক সুস্থ পরিবেশ তথা সুস্থ সমাজ ও সুস্থ দূষণমুক্ত দেশ গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.