ইউপি-র সোনভদ্ৰ যাওয়ার পথে কংগ্ৰেস নেত্ৰী প্ৰিয়াঙ্কা গান্ধীকে আটকে দিল যোগীর রাজ্যের পুলিশ
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
শুক্ৰবার সকালে ইউপি-র সোনভদ্ৰে যাওয়ার পথে কংগ্ৰেস নেত্ৰী প্ৰিয়াঙ্কা গান্ধীকে আটকে দেয় যোগীর রাজ্যের পুলিশ। তার আগে তিনি বারাণসী পৌঁছে হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন প্ৰিয়াঙ্কা। তারপরেই রওনা দেন সোনভদ্ৰের উদ্দেশ্যে। জমি বিবাদে শ্যুট আউটে মারা গিয়েছিলেন দশ জন গ্ৰামবাসী। তাঁদের পরিবারের সঙ্গেই দেখা করতেই যাচ্ছিলেন কংগ্ৰেস নেত্ৰী প্ৰিয়াঙ্কা গান্ধী। পথে তাঁকে আটকে দেওয়া হলে প্ৰথর রোদকে উপেক্ষা করে ধৰ্ণায় বসে যান। ধরনার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আর অস্বস্তি বেড়েছে যোগী সরকারের।
ছবি, সৌঃ এএনআই
সাংবাদিকদের প্ৰিয়াঙ্কা বলেন- তিনি শুধু নিহতদের পরিবার পরিজনদের সঙ্গে দেখা করতে চান। কিসের ভিত্তিতে তাঁকে সেখানে যেতে বাধা দেওয়া হচ্ছে জানতে চান প্ৰিয়াঙ্কা। গোলাগুলির ঘটনার জেরে সোনভদ্ৰ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। সেই ধারা ভঙ্গ করার অভিযোগে প্ৰিয়াঙ্কাকে আটকে দেয় যোগী রাজ্যের পুলিশ। তাঁকে মিৰ্জাপুরের ছুন্নর গেস্ট হাউসে নিয়ে যাওয়া হলে সেখানে ফের তিনি ধরনায় বসে যান।









কোন মন্তব্য নেই