Header Ads

২০২৪ এর মধ্যে দেশের অৰ্থনীতিকে ৫ লক্ষ কোটি মাৰ্কিন ডলারে পৌঁছে দেওয়া কেন্দ্রীয় অৰ্থমন্ত্ৰী নিৰ্মলার দাবি নিয়েএবার প্ৰশ্ন তুললেন প্ৰাক্তন রাষ্ট্ৰপতি প্ৰণব মুখোপাধ্যায়

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ সংসদে বাজেট অধিবেশনে কেন্দ্ৰীয় অৰ্থমন্ত্ৰী নিৰ্মলা সীতারামন বলেছিলেন- তাঁদের টাৰ্গেট, ২০২৪ সালের মধ্যে দেশের অৰ্থনীতিকে ৫ লক্ষ কোটি মাৰ্কিন ডলারে পৌঁছে দেওয়া। নিৰ্মলার সেই দাবি নিয়েই এবার প্ৰশ্ন তুললেন প্ৰাক্তন রাষ্ট্ৰপতি তথা ইউপিএ সরকারের অৰ্থমন্ত্ৰী প্ৰণব মুখোপাধ্যায়।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
 বৃহস্পতিবার দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন- ৫ লক্ষ কোটি মাৰ্কিন ডলারের অৰ্থনীতি আকাশ থেকে পড়বে না। পাশাপাশি যোজনা কমিশন তুলে দেওয়ার প্ৰশ্নেও মোদি সরকারের সমালোচনা করেছেন তিনি। 

তিনি আরও বলেন- দেশের পূৰ্বতন সরকারের অবদান না থাকলে ৫ লক্ষ কোটি মাৰ্কিন ডলারের লক্ষ্যে হাঁটতে পারতো না বৰ্তমান সরকার। পূৰ্ববৰ্তী সরকারগুলির কাজকে ধন্যবাদ জানানো উচিত বৰ্তমান সরকারের। স্বাধীনতার পর যে পরিকাঠামো গড়ে তোলা হয়েছে, তা ব্ৰিটিশ শাসকরা তৈরি করেনি। ভারতীয়রাই গড়েছেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.