এনআরসি-র চূড়ান্ত তালিকা প্ৰকাশের জন্য সুপ্ৰিম কোৰ্টের কাছে আরও সময় চাইল কেন্দ্ৰ
নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ অসমে এনআরসি-র চূড়ান্ত খসড়া তৈরি করতে চাই আরও সময়। সুপ্ৰিম কোৰ্টে কেন্দ্ৰের যুক্তি, ‘অনুপ্ৰবেশকারীদের স্বৰ্গরাজ্য হতে পারে না ভারত’। সৰ্বোচ্চ আদালতের কাছে কেন্দ্ৰের বক্তব্য- এনআরসি-র তালিকায় বহু এমন মানুষ ঢুকে পড়েছেন, যাঁদের পৰ্যাপ্ত কাগজ পত্ৰ নেই। আবার এমন অনেক প্ৰকৃত ভারতীয় আছেন যাদের নাম তালিকার মধ্যে নেই। তাই ৩১ জুলাইয়ের সময়সীমা পিছিয়ে দেওয়ার আৰ্জি জানিয়েছেন সিলসিটর জেনারেল তুষার মেটা।
ছবি, সৌঃ আন্তর্জাল
রাজ্যে এনআরসি-র চূড়ান্ত খসড়ার তালিকা প্ৰকাশের দিন ধাৰ্য হয়েছে ৩১ জুলাই। কিন্তু নিৰ্দিষ্ট এই সময়সীমার মধ্যে চূড়ান্ত করা যে কাৰ্যত অসম্ভব, তা আগেই সংসদে জানিয়েছিলেন কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰপ্ৰতিমন্ত্ৰী নিত্যানন্দ রাই। তিনি এও জানিয়েছিলেন- নিৰ্ভুল তালিকা তৈরি করে চূড়ান্ত তালিকা প্ৰকাশের সময়সীমা বাড়ানোর জন্য সুপ্ৰিম কোৰ্টে আবেদন জানানো হবে। শুক্ৰবার সেই আৰ্জি জানিয়ে কেন্দ্ৰের পক্ষে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেটা।
এনআরসি-র রাজ্য সমন্বয়ক প্ৰতীক হাজেলাও চাইছেন চূড়ান্ত তালিকা প্ৰকাশের দিন ৩১ জুলাইয়ের পরিবৰ্তে ৩০ আগষ্টের দিন ঠিক করা হোক। এদিন দীৰ্ঘক্ষণ ধরে চলে দাবি আবেদনের শুনানি। এনআরসি-র চূড়ান্ত তালিকা প্ৰকাশের সময়সীমা বাড়ানোর বিষয়টি নিয়ে সৰ্বোচ্চ আদালতে পরবৰ্তী শুনানি হবে ২৩ জুলাই।









কোন মন্তব্য নেই