অসমে একেই বন্যার তাণ্ডব, তার ওপর এন আরসির খাঁড়া, চারদিকে হাহাকার
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ অসমে এনআরসি নিয়ে হেনস্থার শিকার হচ্ছে সাধারণ মানুষ, তার উপর বন্যা বিধ্বংসী রূপ নিয়েছে। ৩৩ টি জেলার মধ্যে ৩২টি বন্যার জলে প্লাবিত। মানষ যান প্রাণ নিয়ে বেঁচে থাকার জন্য ক্রমশ লড়াই চালিয়ে যাচ্ছে।
রাজ্যে একেই বন্যার তাণ্ডব, তার উপর এন আরসির খাঁড়া। নিউজ১৮বাংলাকে কি বললেন 'নয়া ঠাহর' এর সম্পাদক তথা বরিষ্ঠ সাংবাদিক অমল গুপ্তের ভাষ্য 'নয়া ঠাহর' এর পাঠকদের জন্য তুলে ধরা হল।
অসমে সাধারণ মানুষের অবস্থা এমন হয়েছে বন্যার জলে গলা পর্যন্ত জলে ডুবে থাকলেও এনআরসির জন্য নিজের পরিচয় পত্র শক্ত হাতে উঁচু করে ধরে থাকার ঘটনাও প্রকাশ্যে এসেছে। এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে মানুষের জীবনের থেকেও নথিপত্রের দাম বেশি।
নিউজ ১৮ বাংলার এদিনের অনুষ্ঠানে অসম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ তপোধীর ভট্টাচার্যও ফোনে অসমের বৰ্তমান পরিস্থিতি নিয়ে নিজের মত প্ৰকাশ করেন।
নিউজ ১৮ বাংলার এদিনের অনুষ্ঠানে অসম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ তপোধীর ভট্টাচার্যও ফোনে অসমের বৰ্তমান পরিস্থিতি নিয়ে নিজের মত প্ৰকাশ করেন।









কোন মন্তব্য নেই