বাংলাদেশে সংখ্যালঘুরা নিৰ্যাতিত হচ্ছেন, মাৰ্কিন প্ৰেসিডেন্টের কাছে অভিযোগ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্ৰিস্টান ঐক্য পরিষদের অন্যতম সাংগঠনিক সম্পাদক প্ৰিয়া সাহার
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ বাংলাদেশে সংখ্যালঘুরা নিৰ্যাতিত হচ্ছেন। আমেরিকার প্ৰেসিডেন্ট ডোনাল্ড ট্ৰাম্পের কাছে এই অভিযোগ তুললেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্ৰিস্টান ঐক্য পরিষদের অন্যতম সাংগঠনিক সম্পাদক প্ৰিয়া সাহা। মাৰ্কিন পররাষ্ট্ৰ দফতর আয়োজিত ধৰ্মীয় স্বাধীনতাবিষয়ক আন্তৰ্জাতিক সম্মেলনে যোগ দিতে বিভিন্ন দেশ থেকে অন্তত ২৭ জন প্ৰতিনিধিকে বুধবার নিজের ওভাল অফিসে ডেকে পাঠান মাৰ্কিন প্ৰেসিডেন্ট ডোনাল্ড ট্ৰাম্প। তাঁদের মধ্যে ছিলেন প্ৰিয়া সাহা।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
মাৰ্কিন প্ৰেসিডেন্টকে প্ৰিয়া সাহা বলেন- ‘‘আমি বাংলাদেশ থেকে এসেছি। সেখানে ৩ কোটি ৭০ লাখ (৩৭ মিলিয়ন) হিন্দু বৌদ্ধ খ্ৰিস্টান উধাও হয়ে গেছেন। এখনও সেখানে ১ কোটি ৮০ লাখ (১৮ মিলিয়ন) সংখ্যালঘু জনগোষ্ঠী রয়েছে। দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশ ছাড়তে চাই না। আমি আমার বাড়ি হারিয়েছি। তারা আমার ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে। জমি কেড়ে নিয়েছে। এর কোনও বিচার এখনও পাইনি।’’
কারা এসব করেছে প্ৰসিডেন্ট ট্ৰাম্প তাঁর কাছে জানতে চাইলে প্ৰিয়া বলেন- ‘‘ উগ্ৰপন্থী মুসলমানরা এটা করেছে। সব সময় রাজনৈতিক ছত্ৰছায়ায় তারা এটা করে থাকে।
এদিকে প্ৰিয়ার এই অভিযোগকে সংবাদ মাধ্যমের কাছে পুরোপুরি মিথ্যা এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্ৰমন্ত্ৰী আসাদুজ্জামান খান। তিনি বলেন- নিশ্চয়ই এর পেছনে কোনও উদ্দেশ্য আছে। তিনি যে বাড়ি পুড়িয়ে দেওয়া ও জমি কেড়ে নেওয়ার কথা বলছেন, সেটা কোথায় হয়েছে, বলুক, প্ৰয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।









কোন মন্তব্য নেই