Header Ads

দিল্লির প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী শীলা দীক্ষিতের জীবনাবসান

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ প্ৰয়াত দিল্লির প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী এবং কংগ্ৰেস নেত্ৰী শীলা দীক্ষিত। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। শনিবার সকালে অসুস্থ হলে হাসপাতালে ভৰ্তি করা হয়েছিল তাঁকে।


ছবি, সৌঃ এএনআই 
তিনি দিল্লির দীৰ্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্ৰী ছিলেন। তিনি কংগ্ৰেসের টিকিটে তিন তিনবার নিৰ্বাচনে জয় পেয়েছিলেন। তাঁর মৃত্যুতে টুইটে শোক প্ৰকাশ করেছেন রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ, প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.