অনুশ্রী ডান্স একাডেমির বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাাটি।অনুশ্রী ড্যান্স একাডেমীর উদ্যোগে সম্প্রতি নগরের মালিগাওয়ের কর্মশ্রী হিতেশ্বর শইকীয়া প্রেক্ষাগৃহে বার্ষিক অনুষ্টানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন প্রসিদ্ধ কথক নৃত্য গুরু পণ্ডিত বিপুল দাস এবং মহর্ষি বিদ্যামন্দিরের প্রধান শ্রীমতী পূর্ণিমা বিশ্বাস। নৃত্য গুরু পণ্ডিত বিপুল দাস নিজে নৃত্যে অংশ নিয়ে ছাত্র ছাত্রীদের উৎসাহ বৃদ্ধি করেন।
বহু সংখক ছাত্র ছাত্রীদের নৃত্যে তালে অভিভূত হয়ে বিপুল পরিমাণে উপস্থিত থাকা দর্শক মন্ত্রমুগ্ধের মতো অনুষ্টান উপভোগ করেন।অনুষ্টানে অণুশ্রী ড্যান্স একাডেমীর হয়ে কর্ণধার অনুপমা দাস আগামীদিনে সমাজের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাদের মঞ্চে এনে নৃত্যে পারদর্শী করে তোলবার ব্যপারে পূর্ণ সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন।










কোন মন্তব্য নেই