শিলচর ও করিমগঞ্জে মঞ্চস্থ হলো "কমলা কুয়রীর সাধু" নাটক
"কমলা কুয়রীর সাধু " নাটক বরাক ব্রহ্মপুত্র দুই উপত্যকার মাঝে সাংস্কৃতিক যোগসূত্র অধিক সবল করল:পরিমল শুক্ল বৈদ্য।
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি। অসম সাহিত্য সভার বরাক ব্রহ্মপুত্র মৈত্রীবন্ধন কার্যসূচির অন্তর্গত অসমীয়া ভাষার নাটক প্রদর্শনের দ্বারা দুই উপত্যকার মাঝে সাংস্কৃতিক যোগসূত্রকে অধিক সফল করলো ।পরমানন্দ রাজবংশীর রচনা আর পরিচালনাতে করিমগঞ্জ ও শিলচরে মঞ্চস্থ হওয়া কমলা কুয়রীর সাধু নাটকটিতে অংশ নিয়ে নিয়ে এ মন্তব্য করেন মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য।
তিনি আরো বলেন যে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করার আগে থেকেই লক্ষ্য ছিল রাখ বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকা প্রকৃত সমন্বয়ে গড়ে তোলা। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ব্রহ্মপুত্র সমন্বয় ক্ষেত্রে সর্বদা গুরুত্ব দিয়ে আসছে । মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য বরাক ব্রহ্মপুত্র উপত্যকার সমন্বয়ের জন্য কাজ করা অসম সাহিত্য সভার সভাপতি প্রেমানন্দ রাজবংশীকে আর নাটকের দলের সাথে জড়িত সমস্ত দল সংগঠন কে তিনি ধন্যবাদ জানিয়েছেন।










কোন মন্তব্য নেই