Header Ads

এখন থেকে ফের পাক আকাশের মধ্য দিয়ে উড়তে পারবে ভারতীয় বিমান, ভারতের আকাশ পথেও উড়তে পারবে পাক বিমান

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ভারতীয় অসামরিক বিমানগুলি এখন থেকে পাকিস্তানের আকাশসীমার মধ্যে উড়তে পারবে। সোমবার গভীর রাত থেকে উঠে গেছে নিষেধাজ্ঞা। চলতি বছরের ফেব্ৰুয়ারিতে বালাকোটে বিমান হামলার পর থেকে ভারতের কোনও বিমানকে নিজের আকাশসীমার মধ্যে উড়তে দিচ্ছিল না পাকিস্তান। সোমবার রাত ১২টা ৪১ মিনিট থেকে সব বিমান পাকিস্তানের আকাশসীমার মধ্যে দিয়ে উড়তে পারছে। 

প্ৰতীকী ছবি, সৌঃ আন্তৰ্জাল
ভারতীয় আকাশসীমা থেকেও পাকিস্তানের বিমানের ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে। দক্ষিণ এশিয়ায় বিমান চলাচলে শুরু হয়েছে স্বাভাবিক পরিষেবা। সংবাদ সংস্থা এএনআই সূত্ৰে জানা গেছে, পাকিস্তান আকাশসীমায় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে ভারতও পরিবৰ্তিত নিৰ্দেশে আকাশসীমা খুলে দিয়েছে।  
প্ৰসঙ্গত, গত ১৪ ফেব্ৰুয়ারিই কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী গাড়িবোমায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। তার পাল্টা ফেব্ৰুয়ারিতেই ভারতীয় বায়ুসেনা বালাকোটে জৈশ ই মদম্মদ জঙ্গি শিবিরে হামলা করে। তখনও পাক আকাশ মাৰ্গে ভারতের বিমান চলাচলের ১১টি রুট ছিল। বিমান হামলার পর দুটি চালু রেখে বাকি সব পথে বিমান চলাচলে আপত্তি করেছিল পাকিস্তান। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.