Header Ads

বিজেপি সরকার নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে যোগ করবে ও হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব সুনিশ্চিত করবে:অমিত শাহ।



নয়া ঠাহর প্রতিবেদন ,গুয়াহাটি ।এনআরসির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়লেও বাংলাদেশ থেকে আগত সমস্ত হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব আইন সংশোধন করে ভারতের নাগরিকত্ব প্রদান করা হবে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।রাজ্যসভায় জম্মু-কাশ্মীরের সংশোধনী বিল সম্পর্কে আলোচনাতে একথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন।তৃনমূল সাংসদ ড়েরেক জাতীয় নাগরিকপঞ্জি থেকে ২৩ লক্ষ হিন্দু বাঙালির নাম বাদ পড়বে বলে  উদ্বেগ প্রকাশ করেছিলেন। এছাড়া তিনি জাতীয় নাগরিক পঞ্জী থাকা না থাকার জন্য ১০ জন লোক আত্মহত্যা করেছেন বলেও তিনি উল্লেখ করেন। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন যে  অনুপ্রবেশকারীদের তাড়াতে বিশেষ  বিজেপি সরকার দৃঢ়প্রতিজ্ঞ তবে চিন্তার কোন কারণ নেই কারণ বিজেপি সরকার নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে যোগ করবে ও হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব সুনিশ্চিত করবে। তিনি আরো বলেন যে আসামের পর দেশের অন্যান্য রাজ্যেও নাগরিক পঞ্জিকরন করা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.