কাশ্মীরে ঝৰ্ণার প্ৰবল স্ৰোতে ভেসে যাওয়া কিশোরীকে বাঁচালেন সিআরপিএফ-এর দুই জওয়ান
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ কাশ্মীরে ঝৰ্ণায় ভেসে যাওয়া ১৪ বছরের কিশোরীকে নাটকীয়ভাবে বাঁচালেন সিআরপিএফ জওয়ানরা। সোমবার কাশ্মীরের বারামুল্লার টেংমাৰ্গ টাউনে ঝৰ্ণার জলে পা পিছলে প্ৰবল স্ৰোতে ভেসে যাচ্ছিল ওই কিশোরীটি।
দুজন সিআরপিএফ কনস্টেবল তাকে বাঁচাতে জলে ঝাপ দেয়। সঙ্গে আরও বেশ কয়েকজন জওয়ান ছিল। সেই দৃশ্য সংবাদ সংস্থা এএনআইয়ের ক্যামেরায় ধরা পড়ে। সিআরপিএফ-এর ১৭৬ ব্যাটেলিয়নের দুই কনস্টেবল এমজি নাইডু এবং এন উপেন্দ্ৰ কিশোরীটিকে ঝৰ্ণার প্ৰবল স্ৰোত থেকে বাঁচান।









কোন মন্তব্য নেই