অসমে চারদিকে বন্যার তাণ্ডব, তার মধ্যেই গোলাঘাটে নৌকাতেই সন্তানের জন্ম দিলেন এক মহিলা
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ অসমে বন্যায় চারদিকে শুধু জল আর জল। বন্যায় বহু মানুষ আশ্ৰয় নিয়েছে পথে, বাঁধে, উঁচু জায়গায়। তার মধ্যেই গোলাঘাটে দেখা গেল করুন ঘটনা। নৌকতেই সন্তানের জন্ম দিলেন এক প্ৰসূতি।
ছবি, সৌঃ নিউজ১৮অসম
গোলাঘাট জেলার বোকাখাত মহকুমার অফলা গ্ৰামের বাসিন্দা দুলাল পাঠরি তাঁর স্ত্ৰী রুমী পাঠরির প্ৰসব বেদনা উঠলে নৌকা করা হাসপাতালে যেতে যেতে হাসপাতালে যাওয়ার আগেই মাঝপথে নৌকার মধ্যেই সন্তানের জন্ম দেন। বৰ্তমানে মা এবং সন্তান দুজনেই সুস্থ আছে বলে জানা গেছে।









কোন মন্তব্য নেই