Header Ads

প্ৰবল বৃষ্টিতে মুম্বইয়ের ডোঙরিতে ভেঙে পড়ল বহুতল, ১২ জনের মৃতদেহ উদ্ধার, ধ্বংস স্তুপে আটকে বহু

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ প্ৰবল বৃষ্টিতে মুম্বইয়ের ডোঙরিতে ভেঙে পড়ল বহুতল। ধ্বংস স্তুপের নিচে কম পক্ষেও ৪০ জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় উদ্বেগ প্ৰকাশ করেছেন মহারাষ্ট্ৰের মুখ্যমন্ত্ৰী দেবেন্দ্ৰ ফরনবিশ। 

ছবি, সৌঃ এএনআই
১২টি মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনস্থলে রয়েছে দমকল বাহিনী, উদ্ধার বাহিনী। মঙ্গলবার সকাল ১১ টা  ৪০ নাগাদ ভেঙে পড়ে ভবনটি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। বেশ কয়েকদিন ধরেই জলমগ্ন ছিল বিল্ডিঙের আশপাশের এলাকা। মঙ্গলবার তা ভেঙেই পড়ে। ২০১২ সালে ওই বিল্ডিংটিকে বিপজ্জনক আখ্যা দেওয়া হয়েছিল। ৭ বছরের মধ্যে ভেঙে পড়ল বিল্ডিংটি।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.