ভারসাম্যহীন ব্যক্তিকে নিয়ে ধুন্ধুমার মহেন্দ্রগঞ্জে
নয়া ঠাহর প্রতিবেদন : মেঘালয়ার মহেন্দ্রগঞ্জে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিয়ে হুলুস্থুলু পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওই ব্যক্তির নাম আহিদুল ইসলাম (৩৫)।
জানা গেছে, মানসিক ভারসাম্যহীন আহিদুল হঠাৎই রাস্তায় বেরিয়ে দা নিয়ে পথচলতি মানুষদের ওপর আক্রমণ করতে শুরু করে। ঘটনায় আতঙ্কিত মানুষজন ছুটে আসে থানায়।
আহিদুলকে বাগে আনতে ছুটে যায় পুলিশ। দেখা মাত্রই পুলিশের ওপর চড়াও হয় আহিদুল। সে সময় এক পুলিশকর্মী নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান রাস্তার ধারে জমা বন্যার জলে। তাঁর হাত থেকে পড়ে যায় ইনসাস রাইফেলটিও। আহিদুল সঙ্গে সঙ্গে রাইফেলটি তুলে তাক করে বসে পুলিশের দিকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি চালাতে হয়েছে পুলিশকে। সৃষ্টি হয় ধুন্ধুমার পরিস্থিতি। আর এই সুযোগ রাইফেলটি নিয়ে পালিয়ে যায় সে।
পরদিন আহিদুল মারা গেছে বলে গুজব রটে। সঙ্গে সঙ্গে ৪০০-এর বেশি মানুষ থানায় ভির জমান। তাদের দাবি, আহিদুলের মৃতদেহ দেখতে হবে। পুলিশের শত বোঝানো সত্ত্বেও নিজেদের দাবিতে অনড় থাকে জনতা। একসময় তারা পাথর ছুঁড়তে শুরু করে থানায়। এতে আহত হন সার্কেল ইন্সপেক্টর সি ডি শিরা। ঘটনাস্থলে থাকা দমকলের একটি গাড়ি সহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা।
প্রথমে কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে পুলিশ। কিন্তু উত্তেজিত জনতাকে সরানো যায়নি। এরপর কার্যত বাধ্য হয়ে পুলিশ শূন্যে গুলি চালালে ছত্রভঙ্গ হয় জনতা। জারি করা হয় কারফিউ। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে।









কোন মন্তব্য নেই