সাংবাদিকতায় মহিলা, এক অন্তরঙ্গ আলাপন সম্পন্ন
দেবযানী পাটিকর ,গুয়াহাটি। সম্প্রতি সাংবাদিকতায় মহিলাদের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে এক অন্তরঙ্গ আলাপন সম্পন্ন হয়ে যায় ।"সাংবাদিকতায় মহিলা এক অন্তরঙ্গ আলাপন" নামের এই অনুষ্ঠানটির আয়োজন গুয়াহাটি প্রেসক্লাবে করা হয়েছিল। এর উদ্যোক্তা ছিল জেন্ডার কাউন্সিল অফ ইন্ডিয়া(জার্নালিস্ট ইউনিয়ন অফ আসাম) উল্লেখ্য যে সাংবাদিকতার ক্ষেত্রে মহিলা সাংবাদিকদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয় যা তারা সবাইকে খুলে বলতে পারে না ।এর জন্যে এমন একটা প্ল্যাটফর্ম এর দরকার যেখানে মহিলারা নিজেদের সমস্যা ও তার সমাধান অন্যান্যদের অন্যদের সাথে ভাগ করতে পারে। এর জন্য এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।এই অন্তরঙ্গ আলাপন অনুষ্ঠানে গুয়াহাটি ও আশেপাশের এলাকার অনেক মহিলা সাংবাদিক অংশগ্রহণ করেন ।বৈদ্যুতিন ও ছাপা মাধ্যমের অনেক মহিলা সাংবাদিক বিশেষ করে যারা রিপোর্টিংয়ের ক্ষেত্রেই কাজ করছেন তারা এই অনুষ্ঠানে অংশ গ্রহন করে। এই অনুষ্ঠানে মহিলারা অন্তরঙ্গ আলাপচারিতায় মহিলারা নিজেদের সমস্যা সমাধানের বিষয়ে বিস্তৃতভাবে আলোচনা করে ও নিজেদের অনুভব খোলাখুলি ভাবে অন্যদের সাথে ভাগ করে। উল্লেখ্য যে গত বেশ কয়েক বছর ধরে সাংবাদিকতার ক্ষেত্রে অনেক মহিলারা এগিয়ে এসেছেন এর আগে এর সংখ্যা অনেক কম ছিল কিন্তু বর্তমানে সময়ের পরিবর্তন হয়েছে। বর্তমান সাংবাদিকতার ক্ষেত্রে অনেক মহিলারা এগিয়ে এসেছে এবং যারা চ্যালেঞ্জ এর সাথে অনেক কাজ করছে অনেক বাধা-বিঘ্ন দূর করে ।এছাড়াও এই আলাপচারিতা তে মহিলা সাংবাদিকের সাথে ভেদ ভাব,অন্য রাজ্যে মহিলাদের কাজের ক্ষেত্র,জাতীয় সাংবাদিকতা ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা করা।









কোন মন্তব্য নেই