Header Ads

অবশেষে বিশ্বকাপ গেল ইংল্যান্ডের ঝুলিতে

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ  অবশেষে বিশ্বকাপ গেল ইংল্যান্ডের ঝুলিতে। উইলিয়ামসনদের হারাল মৰ্গ্যানদের দল। একেবারে বিষ্ময়কর ইনিংস ছিল। তখন দৰ্শকদের মধ্যে টান টান উত্তেজনা। ইংল্যান্ড বাহিনীর ১ বলে ২ রান প্ৰয়োজন। 
ছবি, সৌঃ আন্তৰ্জাল
বিশ্বকাপের একেবারে কাছাকাছি ছিল দুটি দল নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। ৫০ ওভারে উভয় দলই ২৪১ রান সংগ্ৰহ করে। তাই শেষ পর্যন্ত নাটকীয়ভাবে সুপার ওভারে গেল ফাইনাল ম্যাচ। প্ৰথমে রান করতে নেমে ইংল্যান্ড বাহিনী ১৫ রান সংগ্ৰহ করে। এরপর জবাবে নিউজিল্যান্ড সেই রান তাড়া করে ১৫ রান তোলে কিউইরাও। স্কোর ফের টাই হয়। তবে ইংল্যান্ডের ইনিংসে বেশি বাউন্ডারি থাকার জন্য চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ডই। এই প্ৰথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হল ইংল্যান্ড। অন্যদিকে, নিউজিল্যান্ডের মাৰ্টিন গাপটিলরা বিশ্বকাপের অ্যাতো কাছে গিয়েও অধরাই রইল কাপ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.