Header Ads

অসম সাহিত্য সভার বরাক-ব্রহ্মপুত্রের সাংস্কৃতিক অনুষ্ঠান

নয়া ঠাহর প্রতিবেদন, হাইলাকান্দিঃ  শনিবার অসম সাহিত্য সভার করিমগঞ্জ ও শিলচর শাখার যৌথ উদ্যোগে করিমগঞ্জ জেলা গ্রন্থাগারে এক অনুষ্ঠান আয়োজিত হয়। উদ্দেশ্য বরাক ব্রহ্মপুত্রের সাংস্কৃতিক পরিকাঠামো কে আরো সুদৃঢ় তথা দুই উপত্যকার মধ্যে সমন্বয় তৈরী করা। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম সাহিত্য সভার সভাপতি ডাঃ পরমানন্দ রাজবংশী। তাঁর কথায়, দুই উপত্যকার তিন জেলায় যেসব নাট্য সংস্থা তথা সাংস্কৃতিক সংগঠন বা দল আছে তাঁরা সবাই মিলে যদি অসম তথা উচ্চ অসম, নিম্ন অসম বা অসমের বিভিন্ন অঞ্চলে তাঁদের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং এ ব্যাপারে 
তিনি সবাইকে পূর্ণ সহযোগিতা করবেন। এছাড়াও তিনি দুই উপত্যকার সাংস্কৃতিক মেলবন্ধন আরো সুদৃঢ় তথা দুই উপত্যকার বিশেষ করে বরাক উপত্যকার তিন জেলার মানুষকে  তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সু ভাতৃত্ববোধ ও সমন্বয় তৈরী করার আহ্বান জানান। 
এছাড়া আগামীতে অসমের শুয়ালকুচিতে অসম সাহিত্য সভার যে বিরাট অধিবেশন অনুষ্ঠিত হবে এতে দুই উপত্যকার সকল নাট্য সংস্থা তথা সকল সাংস্কৃতিক সংগঠনের কলাকুশলী ও শিল্পীদের  নিজ নিজ অনুষ্ঠানের ডালি নিয়ে অংশগ্রহণ করতে তিনি আহ্বান জানিয়েছেন। এদিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল তারই রচনা, নির্দেশনা এবং পরিচালনায় পরিবেশিত অসমিয়া নাটক ' কমলারানির গল্প' ।  নাটকটি অনুষ্ঠানে  উপস্থিত  সকল দর্শকেরই প্রশংসা কুড়িয়েছে।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিমল শুক্লবৈদ্য, জেলা বিজেপির মন্ডল সভাপতি সুব্রত ভট্টাচার্য্য প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.