অসমের জটিল হচ্ছে বন্যা পরিস্থিতি, ১৭ টি জেলার ৫ লাখ মানুষ ক্ষতি গ্রস্থ
পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে খোদ রাজ্যের জল সম্পদ মন্ত্রী জলে পড়ে যান, সহকৰ্মীরা তাঁকে উদ্ধার করেন
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটি
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটি
বিরামহীন বৃষ্টিপাতের ফলে ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদীর জলস্তর ক্ৰমশ বেড়েই চলেছে, গুয়াহাটি, ডিব্রুগড়, ধেমাজি সহ কয়েকটি এলাকাতে ব্রহ্মপুত্র নদ বিপদ সীমার ওপর দিয়ে বইছে। অসমের ১৭ টি জেলার ৪১ টি রাজস্ব চক্রের প্রায় ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। এবার বরাক উপত্যাকাও বন্যার কবলে পড়েছে। এসডিআরএফ সেনাবাহিনীও উদ্ধার অভিযানে নেমেছে । ঘন্টায় ঘন্টায় জলস্তর বৃদ্ধি পাচ্ছে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। লাগাতার বৃষ্টিপাতের ফলে শুক্ৰবার ফের গুয়াহাটির নুনমাটি অঞ্চলে পাহাড়ে ধস নেমেছে।
গুয়াহাটি থেকে ডিমা হাসও জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পাহাড় লাইনেও ধস নেমেছে। অভয়ারণ্য পবিতার ৪০ ভাগ ডুবে গেছে, গণ্ডার সহ অন্যান্য বন্য জীবজন্তু জানোয়াররা উচ্চ এলাকায় আশ্রয় নিচ্ছে, কাজিরাঙা রাষ্ট্রীয় উদ্যানের বিশাল এলাকা ব্রহ্মপুত্রের জলে ডুবে গেছে, বিপন্ন প্রজাতির গণ্ডার হরিণ, বুনো মোষ, বুনো শুয়োর প্রভৃতি বন্য জন্তু ভয়ংকর অবস্থার মধ্যে পড়েছে। উদ্ধারকারী দল তিনটি হাতির শাবককে উদ্ধার করেছে, আজ ভারত ভুটান সীমান্তবর্তী বিষ্ণুপুর থেকেও এক হাতির শাবককে উদ্ধার করার খবর পাওয়া গেছে। চন্দ্রপুরেও জলমগ্ন তিনটি হাতিকে উদ্ধার করা হয়েছে।
ছবি, সৌঃ জিপ্লাস
১৭ টি জেলাতে বন্যার তাণ্ডবের ফলে মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে। বহু বাঁধ ভেঙে গেছে। বহু সেতু জলে ডুবে গেছে। বর্ষার প্রাক্কালে নদী বাঁধ গুলো মেরামত করা হয়নি, তা জলসম্পদ মন্ত্রী কেশব মহন্ত স্বীকার করে নিয়ে অজুহাত দেন নির্বাচনের জন্যে আচরন বিধি চালু ছিল, তাই কাজ করা যায়নি। সাধারণ গরিব মানুষ তো জলে ডুবেই আজ লাহড়িঘাটে বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে মন্ত্রী কেশব মহন্ত বন্যার জলে পড়ে যান। সহ কর্মীরা মন্ত্রীকে বাঁচান। অসমের বন্যাকে জাতীয় দুর্যোগ বলতেও কেন্দ্র নয়, গত বন্যার সময় বিজেপি সরকার ক্ষয় ক্ষতির জন্যে ২৩০০ কোটি টাকা দাবি করেছিল। প্রতি বন্যায় অসমে ৫, ৬ লাখ হেক্টর কৃষি জমির ক্ষতি হয়, প্রভৃতির হিসাব তুলে ধরে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল সরকার তাদেরই কেন্দ্রের মোদি সরকারের কাছে এই অর্থের দাবি জানিয়েছিলেন, কিন্তু কেন্দ্র এক পয়সাও দেয়নি বলে এক সূত্রে জানা গেছে।










কোন মন্তব্য নেই