Header Ads

আফগানিস্তানে বিয়ের আসরে হামলা আত্মঘাতী নাবালকের, মৃত ৫, আহত অন্তত ৪০

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ 
আফগানিস্তানে এক বিয়ের আসরে এক নাবালক আত্মঘাতী হামলাকারীর হামলায় মারা গেলেন পাঁচজন  , আহত হয়েছেন অন্তত চল্লিশ জন। আফগানিস্তানের পূর্ব প্রভিন্সে এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে ।
আফগানিস্তানের নগরহর এলাকায় এই আত্মঘাতী হামলার লক্ষ্য ছিলেন এক উপজাতি নেতা ও এক স্থানীয়  পুলিশ আধিকারিক ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.