Header Ads

অসমের কাছাড়ের বিহাড়া বাজারে দাড়িপাল্লা পুনঃনবিকরন করা নেই, ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে

নয়া ঠাহর প্রতিবেদন,বিহাড়াঃ দীর্ঘ দিন থেকে বিহাড়া বাজারের সব্জি ও মাছ বাজারে একাংশ অসাধু ব্যবসায়ী   ওজনে জিনিস কম দিয়ে গ্রাহকদের ঠকিয়ে আসছে বলে গণ অভিযোগ উঠেছে। 

দাড়িপাল্লা নবিকরন না করে দীর্ঘ দিন থেকে উক্ত দাড়িপাল্লা দিয়ে ওজন করে জিনিস দেওয়ায় প্রতি কেজিতে প্রায় ১০০/১৫০ গ্রাম  জিনিস কম থাকে। কিছু সংখ্যক অসাধু বিক্রেতা  ওজন করার সময়  দাড়িপাল্লায় ঝুকি দিয়ে দেখায় তারা গ্রাহককে ওজনে বেশি দিচ্ছে। আসলে তারাই ওজনে কম দেয় বলে গ্রাহকদের অভিযোগ। 

স্থানীয় গ্রাহকরা  এ বিষয়ে কাছাড়ের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন বিহাড়ার সব্জি ও মাছ বাজারে হঠাৎ করে বিভাগীয় তরফে তদন্ত করলে সত্য উদ্ঘাটিত হবে। অনেক অসাধু ব্যবসায়ী  এতে ধরা পড়বেন বলে স্থানীয়রা জানিয়েছেন।  এ বিষয়ে জনগণ কাছাড়ের ওজন ও পরিমাপ বিভাগের  কঠোর পদক্ষেপ  নেবার আহ্বান  জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.