Header Ads

কাছাড়ের ডলুতে মূল্যবোধ শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা সভা

 


নয়াঠাহর প্রতিবেদন,বিহাড়াঃ  সুস্থ, সাবলীল সমাজ গঠনে স্বামী বিবেকানন্দের আদর্শের অনুগামী হবার আহ্বান জানালেন গোয়ালিয়র আশ্রমের স্বামী সুজয়ানন্দজী মহারাজ। ডলু সরস্বতী শিশু নিকেতনে স্বামীজির চিকাগো বক্তৃতার ১২৫তম বর্ষপূর্তি  উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ গ্রহণ করে সুজয়ানন্দজী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ভারতবর্ষ পূন্য ভূমি। এই দেশ ধর্মীয় পণ্ডিত, সাধু-সন্ন্যাসী, মহাপুরুষদের দেশ। এ সম্পর্কে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একটি অমৃত কথা উপস্থাপন করে তিনি  বলেন, তিনি বলে গেছেন ত্যাগ ও সেবার মনোভাব নিয়ে চললে দূর্বার সমাজ গড়ে উঠবে। যার কোন প্রতিকূলতা, প্রতিবন্ধকতা থাকবে না। গড়ে উঠবে প্রেমময়, সুখময় সমাজ। 

এদিনে বিভিন্ন স্কুল, কলেজ থেকে উপস্থিত প্রায় চারশত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে এনিয়ে বিশদ ব্যাখ্যা করতে গিয়ে সুজয়ানন্দজী মহারাজ আইএস কর্মকর্তাদের সাথে শিক্ষা সম্পর্কীয় তার আলোচনার সারমর্ম তুলে ধরে নোট বই, টিউশন প্রথার উপর অধিক নির্ভরশীল না হবার পরামর্শ দেন। আলোচনা সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী বৈকুণ্ঠানন্দজী মহারাজ, শিলচর নিটের অবসর প্রাপ্ত এসিস্টেন্ট রেজিস্টার পীযূষ ভট্টাচার্য্য, ডলু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অনিল পাল, সমাজসেবী কালীরঞ্জন রাউত, বিদ্যালয় পরিচালন সমিতির সম্পাদক রামকুমার রায়, ডলু সরস্বতীর প্রধানাচার্য্য বিবেকানন্দ দেব পুরকায়স্থ। সম্পাদকের ধন্যবাদ জ্ঞাপনের পর কল্যাণ মন্ত্রের মাধ্যমে সভা সমাপ্ত হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.