জৈশ-ই-মহম্মদের দুধর্ষ জঙ্গি আটক শ্রীনগরে
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
বসির আহমেদ --ছবি সৌজন্য- নিউজ নেশন
কাশ্মীরের শ্রীনগর থেকে জৈশ -ই-মহম্মদের দুধর্ষ জঙ্গি বসির আহমেদ পুন্নুকে মঙ্গলবার আটক করল দিল্লি পুলিশের বিশেষ সেল। বহুদিন ধরেই বসিরকে খোঁজা হচ্ছিল । বসিরের খোঁজ দিতে পারলে দুই লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
দিল্লি পুলিশের বিশেষ শাখার ডেপুটি কমিশনার সঞ্জীব যাদব জানিয়েছেন, বসিরকে শনাক্ত করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর। বর্তমানে টানা জিজ্ঞাসাবাদ জারি রয়েছে ।









কোন মন্তব্য নেই