Header Ads

হাইলাকান্দির রুদ্রানী সংস্থা বরাক পর্যটন বিকাশের পক্ষে

নয়া ঠাহর প্রতিবেদন, হাইলাকান্দিঃ বরাক উপত্যকা অসমের অবিচ্ছেদ্য অঙ্গ হলেও বরাকের তিনটি জেলার ৩৮ লক্ষ মানুষ আজও উপেক্ষিত, অবহেলিত। নিজ প্রচেষ্টায় এই প্রথম বরাকের সব দল, সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বসে মত বিনিময় করে বরাকের আর্থ সামাজিক নানা সমস্যাগুলো নিয়ে আলোচনা করলেন অসম বিধানসভার অধ্যক্ষ হিতেন্দ্র নাথ গোস্বামী।
এই আলোচনা সভায় অন্যান্য সংস্থার সঙ্গে হাইলাকান্দির বোয়ালিপারের রুদ্রানী সংস্থার পক্ষ থেকে  অভ্রাংশু কুমার দেব চৌধুরী পর্যটনের পক্ষে মত পোষণ করেন। শনবিল, লাতু, রণটিলা, ভুবন সহ অনেক বিষয়ের উপর ভিত্তি করে বরাকের উন্নয়নের পক্ষে এক সুদীর্ঘ বক্তব্য তুলে ধরেন বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.