অসমের বরপেটায় বন্যার পরিস্থিতি ভয়াল হওয়ার আশঙ্কায় লাল সতৰ্কতা জারি জেলা প্ৰশাসনের
নয়া ঠাহর প্রতিবেদন, বরপেটাঃ আগামীকাল অৰ্থাৎ বৃহস্পতিবার অসমের বরপেটা জেলায় বন্যার পরিস্থিতি ভয়াল হওয়ার আশঙ্কা করছে জেলা প্ৰশাসন। জেলাটির বজালি, সরুপেটা, সরভোগ, কলগাছিয়া, বাঘবর এই ৫টি অঞ্চলে প্ৰশাসনের তরফ থেকে লাল সতৰ্কতা জারি করা হয়েছে। তার কারণ বুধবার মাঝরাতে ভুটান সরকার কুরিশু বাঁধের জল ছেড়ে দেবে বলে জানিয়েছে। সেই প্ৰেক্ষিতেই অসম সরকারের বরপেটা জেলা প্ৰশাসনের তরফ থেকে লাল সতৰ্কতা জারি করা হয়েছে।
কোন মন্তব্য নেই