Header Ads

মহানায়ক উত্তম কুমারের মৃত্যুদিনে শতাব্দী, দেবশ্রীকে এই সম্মান দেওয়া হল, সম্মান পেয়েছেন আরও ৩

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ এবার মোট পাঁচ জনকে মহানায়ক সম্মান দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মহানায়ক উত্তম কুমারের মৃত্যুদিনে বুধবার নজরুল মঞ্চে এই সম্মান দেওয়া হয়। পেলেন দেবশ্রী রায়, ইন্দ্রাণী হালদার, যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, শতাব্দী রায়। এবার ‘মহানায়ক সম্মান- ২০১৯’এ সেরা অভিনেত্রীর সম্মান দেওয়া দেওয়া হল তনুজাকে। (ছবি :সোনার পাহাড়)।

 ছবি, সৌঃ আন্তৰ্জাল
সেরা অভিনেতার সম্মান দেওয়া হল হৃত্বিক চক্রবর্তীকে। (ছবি :নগরকীর্তন, জ্যেষ্ঠপুত্র, ভিঞ্চি দা )। সেরা পরিচালকের সম্মান দেওয়া হল কৌশিক গঙ্গোপাধ্যায়কে (ছবি: নগরকীর্তন)। সেরা ছবির সম্মান দেওয়া হয়েছে ‘এক যে ছিলো রাজা’-কে। সেরা চিত্রনাট্যকারের সম্মান পেয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। (ছবি :এক যে ছিলো রাজা)। এছাড়াও কৰ্মক্ষেত্ৰে শ্ৰেষ্ঠ পারদৰ্শিতার জন্যে আরও অনেকেই মহানায়কের সম্মান পেয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.