Header Ads

কমেনি বন্যার বিভীষিকা ,এখন পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা ৪৭


 নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি। ক্রমাগত নিন্মগামী হয়েছে মহাবাহুর জল স্তর। কিন্তু এখন পর্যন্ত বন্যার বিভীষিকা কমেনি। কার্যত এই পর্যন্ত বন্যার ফলে আসামে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেল ৪৭ জন। ২৭থেকে ৩৩টি জেলা এবার বন্যায় প্লাবিত হওয়ার সাথে সাথে ৪৮.৮৭ লাখ লোক এই বন্যায় ব্যাপকভাবে  ক্ষতিগ্রস্ত হয়েছে। এইবার বন্যাতে মোট ১.৭৯লাখ হেক্টর কৃষিভূমি জলমগ্ন হয়েছে।কজিরাঙা রাষ্ট্রীয় উদ্যানের ৯০%শতাংশ এলাকা প্লাবিত হয়েছে।পবিতারা বন্যপ্রাণী সংরক্ষিত এলাকাও ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।এইবার বন্যায় ১.৪৭লাখ লোককে রাজ্যের ৭৫৫টা আশ্রয় শিবিরে রাখা হয়েছে।আর জিলা প্রাশাসনের তরফ থেকে ৩০৪টি বন্যা সাহায্য সামগ্রী প্রদান কেন্দ্র স্থাপনা করা হয়েছে।
উল্লেখ্য যে এইবার বন্যায় ২২লাখের বেশী জীবজন্তু আক্রান্ত হয়েছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.