Header Ads

২৪ঘন্টায় চারবার ভূমিকম্পে কেঁপে উঠল অরুণাচল প্রদেশ



নয়া ঠাহর প্রতিবেদন গুয়াহাটি।২৪ ঘন্টার ভিতরে  ক্রমাগত চারবার ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী রাজ্য অরুণাচল প্রদেশ।শনিবার সকালে অরুনাচল প্রদেশের পূর্ব  কামেং জেলাতে  ৫.৫ প্রাবল্যএর ভূমিকম্প অনুভূত হয়। শুক্রবার ও ভূমিকম্পে ৫.৬,৩.৮,ও ৪.৯ প্রাবল্যএর ৩টা ভূমিকম্পর অতিকেন্দ্র ছিল  অরুণাচল প্রদেশ । তবে ভূমিকম্পের ফলে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি । উল্লেখ্য যে শুক্রবারেও ২টা বেজে ৫২ মিনিট ১৪ সেকেন্ডএ গুয়াহাটি  তথা পার্শ্ববর্তী অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৬। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে  উৎপন্ন হয়েছিল এই ভূমিকম্পের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.