Header Ads

পারস্য উপসাগরের ব্রিটিশ তৈলবাহী জাহাজ আটক করল ইরান ১৮ ভারতীয় কর্মী সহ

নয়া ঠাহর প্রতিবেদন : উত্তেজনার পারদ কমার কোন লক্ষণই নেই  পরমাণু চুক্তি নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে । ইরানের বিরুদ্ধে চলছে মার্কিন নিষেধাজ্ঞা, ড্রোন ধংস করা নিয়ে উত্তেজনা আরো চড়েছে। এর মধ্যেই ইরান পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে ১৮ ভারতীয় জাহাজ কর্মী সহ আটক করল ব্রিটিশ তৈলবাহী জাহাজ 'স্টেনো ইম্পেরো'। জাহাজটিতে অন্যান্য দেশের কর্মী রয়েছেন ২৩ জন। জাহাজের কর্মীরা নিরাপদেই আছেন বলে খবর।
তৈলবাহী জাহাজটি সৌদি আরব যাচ্ছিল। ইরানের দাবি সমুদ্র আইন লঙঘন করার জেরেই তারা জাহাজটিকে আটক করেছে । তৈলবাহী জাহাজ আটক করার ফলে স্বভাবতই ক্ষুব্ধ ব্রিটেন জানিয়েছে, পরিস্থিতির সুষ্ঠু সমাধান না হলে ফল হবে মারাত্মক। তবে ব্রিটেন যতই মারাত্মক ফল ভোগার কথা বলুক না কেন, কূটনৈতিক স্তরে সমস্যা সমাধানের চেষ্টা শুরু হয়েছে। তবে এই ঘটনা যে আগামীতে প্রভাব ফেলবে তা নিয়ে একপ্রকার নিশ্চিত আন্তর্জাতিক মহল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.