গত এক বছরে পাকিস্তান যুদ্ধের সরঞ্জাম ব্যপক হারে বাড়িয়েছে
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ গত এক বছরে পাকিস্তান যুদ্ধের সরঞ্জাম ব্যপক হারে বাড়িয়েছে। ভারতের প্ৰতিরক্ষা বিভাগের সৰ্বশেষ বাৰ্ষিক রিপোৰ্টে এই তথ্য উঠে এসেছে। ইমরান খান প্ৰধানমন্ত্ৰী হওয়ার পর পাকিস্তানে অস্ত্ৰের ভাণ্ডার অনেক বেশি বেড়েছে। এই অস্ত্ৰ ভাণ্ডারের বেশির ভাগই পারমানবিক বলে রিপোৰ্টে প্ৰকাশ। বৰ্তমানে ভারতের কাছে রয়েছে ১৩০ থেকে ১৪০ টা পারমাণবিক অস্ত্ৰ। সেখানে পাকিস্তানের রয়েছে দেড়শোর কাছাকাছি।
আশঙ্কা করা হচ্ছে ২০২৫ সালের মধ্যে পাকিস্তান সংখ্যাটা ২০০ থেকে ২৫০ তে নিয়ে যাবে। এই সব করতে পাকিস্তান চিন এবং উত্তর কোরিয়া থেকে বিপুল সাহায্য পেয়েছে। পাকিস্তানের এই অস্ত্ৰভাণ্ডারের সম্বৃদ্ধির হওয়ার সঙ্গে সীমান্ত জঙ্গি কাৰ্যকলাপ বৃদ্ধির সম্ভবনা রয়েছে। জিহাদি এবং আন্তৰ্জাতিক সন্ত্ৰাসবাদী শক্তিগুলির বিরুদ্ধে পাকিস্তান কখনই কোনও ব্যবস্থা নিচ্ছে না।








কোন মন্তব্য নেই