Header Ads

কুলভূষণ মামলার রায়ের পর ভারত ফের একবার স্পষ্ট করল নিজের অবস্থান

নয়া ঠাহর প্রতিবেদন: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কুলভূষণকে নিয়ে আন্তর্জাতিক আদালতের রায়ের পর ট্যুইট করে জানিয়েছিলেন, কুলভূষণকে আন্তর্জাতিক আদালত বেকসুর ঘোষণা করেনি । ছেড়ে দিতে বা ভারতের হাতে তুলে দিতেও বলেনি কুলভূষণকে । এই রায়ের প্রশংসা করছি। ইমরানের এই বয়ানের পর এটাই ফের স্পষ্ট হল যে, আন্তর্জাতিক আদালতের রায়ে ল্যাজেগোবরে হওয়ার পরও পাকিস্তান কুলভূষণকে অপরাধী ভাবা থেকে সরে আসেনি । 
এদিকে, ভারত আন্তর্জাতিক আদালতের রায়ের পর ফের একবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে । আগের অবস্থানেই অটল ভারত। দেশের বিদেশমন্ত্রী এস জয়শংকর লোকসভা ও রাজ্যসভায় ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়ে জানিয়েছেন, ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার কুলভূষণ যাদবকে অবৈধভাবে গ্রেফতার করেছে পাক নিরাপত্তা বাহিনী। পাক সামরিক আদালতের রায় একতরফা রায়। ফের একবার কুলভূষণকে মুক্তি ও ভারতের কাছে প্রত্যার্পণের দাবি জানিয়েছেন এস জয় শংকর ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.