মানব সরবরাহকারীর হাত থেকে দুই মিজো নাবালিকাকে উদ্ধার করল রেল নিরাপত্তা বাহিনী ,গ্রেপ্তার মানবসরবরাহকারী
নয়া ঠাহর প্রতিবেদন,গুয়াহাটি । রাজ্যের সক্রিয় মানব সরবরাহকারী ।দুজন মিজো নাবালিকাকে মানব সরবরাহকারীর হাত থেকে উদ্ধার করলো উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কাটিহার ডিভিশনের রেল নিরাপত্তা বাহিনীর আরপিএফ কর্মীরা ।মিজোরাম পুলিশের কাছ থেকে সতর্কবার্তা পাওয়ার পরেই কামাখ্যা-ইন্দর এক্সপ্রেস থেকে উদ্ধার করা হয় এই নাবালিক দুজনকে । ঘটনাটি গত ১৪ জুলাই এর। এক মানব পাচারকারী ওই দুই মিজো নাবালিকাকে অপহরণ করেছিল বলে অভিযোগ। বলাবাহুল্য আরপিএফ মানব পাচারকারীকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য যে নাবালিকা অপহরণের খবরটি মিজো পুলিশের পক্ষ থেকে মালিগাওয়ে সদর কার্যালয় স্থিত আরপিএফ নিরাপত্তা নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মীদের খবর দেওয়া হয় যে নবালিক দুজন কে সঙ্গে নিয়ে অপহরণকারীরা ট্রেনে চেপে যাচ্ছে। এমন খবর পাবার পর মালিগাঁও থেকে কাটিহার এই মর্মে নির্দেশ দেওয়া হয় যে অপহরণকারীদের যেন আটক করা হয়। বলাবাহুল্য এমন নির্দেশ পাওয়ার পরে একজোড়া ট্রেনে তল্লাশি চালায় আরপিএফ। এই ট্রেন দুটি হল রাজধানী এক্সপ্রেস এবং কামাখ্যা ইন্দোরএক্সপ্রেস ।কামাখ্যা ইন্দর এক্সপ্রেস এ সাফল্য পায় আরপিএফ । কামাখ্যা - ইন্দর এক্সপ্রেস থেকে দুই নাবালিকাকে উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত মানব পাচারকারী রবিনা বেগম ওরফে








কোন মন্তব্য নেই